হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্ব আজারবাইজান প্রদেশের শাবেস্তার কাউন্টিতে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর অংশগ্রহণে আইআরজিসির স্থলবাহিনী এই পাঁচদিনব্যাপী মহড়ার আয়োজন করছে।
জেনারেল মাদানি জানান, বেলারুশ, ইরান, ভারত, চীন, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান মহড়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। সৌদি আরব, আজারবাইজান প্রজাতন্ত্র এবং ইরাক মহড়ায় অতিথি দেশ হিসেবে উপস্থিত রয়েছে। তিনি আরও জানান, সদস্য রাষ্ট্রগুলোর উচ্চপদস্থ নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন—যাদের মধ্যে রয়েছেন ২০ জন নিরাপত্তা কর্মকর্তা, ৬০ জন চিফ অব স্টাফ এবং ৪০ জন অপারেশনাল ইউনিটের কমান্ডার।
আইআরজিসি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলের আরোপিত ১২ দিনের যুদ্ধের পর এই মহড়া অনুষ্ঠিত হওয়ায় এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বিশ্বের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আইআরজিসি একটি কার্যকর ও নেতৃত্বদানকারী শক্তি হিসেবে পরিচিত এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে সর্বদা প্রস্তুত।
জেনারেল মাদানি বলেন, “বর্তমানে সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক হুমকি, যার কোনো সীমানা নেই। এই মহড়ার একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের সামরিক কমান্ডারদের সন্ত্রাসবিরোধী দক্ষতা উন্নত করা। পাশাপাশি যৌথভাবে সন্ত্রাস মোকাবিলায় সমন্বয় ও সহযোগিতা জোরদার করাও এর আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, শাংহাই সহযোগিতা সংস্থার আওতায় আঞ্চলিক সহযোগিতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার কমেন্ট